মির্জা মাহমুদ রন্টু নড়াইল :
নড়াইলে আঁখি খাতুন (১৪) নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। এ সময় তার মা-বাবা আহত হয়েছেন। নড়াইলের কালিয়া উপজেলার কলাগাছি গ্রামে শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
ভূক্তভোগী ও পুলিশ জানায়, কলাগাছী গ্রামে শুক্রবার সন্ধ্যায় পলাশ ফকির (৪৫) তার বাড়ির গেট থেকে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী মিনা বেগমও (৩৮) বিদ্যুৎস্পৃ*ষ্ট হন। বাবা-মায়ের এ অবস্থা দেখে মেয়ে আঁখি খাতুন তাদের উদ্ধার করতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। প্রতিবেশিরা তিনজনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথিমধ্যে মেয়ে আঁখি খাতুনের মৃত্যু হয়। তার বা’বা-মা কে চিকিৎসা দেয়া হচ্ছে।