ফাতেমা খানম মৌ নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বীড়গ্রামের চিহ্নিত ভূমিদস্যু উৎপল বিশ্বাসের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন হয়েছে। রবিবার ( ১৯ ডিসেম্বর) বিকালে বীড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে এ সাংবাদিক সম্মেলন হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীড়গ্রামের মৃত শরৎ বিশ্বাসের ছেলে দিলীপ বিশ্বাস। তিনি বলেন, ৯৯ নং কলোড়া আর,এস ৬২০ নং খতিয়নের ৪৬৩ দাগে ৮৫ শতক জমি শরিকনা মতে এলাকাবাসী ও সর্ব সাধারনের জানামতে সু- দীর্ঘ কাল যাবৎ ভোগদখল করে আসছিলাম। ইতিমধ্যে আমার নিজ গ্রামের ভূমিদস্যু নামে খ্যাত শচিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে উৎপল বিশ্বাস উক্ত জমি সুকৌশলে জাল জালিয়াতি দলিল সৃষ্টি করে।
আমার সুদীর্ঘ কাল যাবৎ শান্তিপূর্ণ স্বত্ব দখলীয় উক্ত শরিকানা জমি জোড় দখল করেছে। এছাড়া উৎপল বিশ্বাস এক জন গাছ চোর, নানা রকম দূর্নীতি ও অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। ইতিমধ্যে তাকে কলোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, দিলিপ বিশ্বাস, দুলাল বিশ্বাস, বিনীত হালদার, সীবনাথ বিশ্বাস, শংকর , সন্জয় বিশ্বাস, চন্দনা হালদার,দিপিকা বিশ্বাস, উপস্থিত সকলে বীড়গ্রামের এই চিহ্নিত ভূমিদস্যূ, গাছ চোর, ও সন্ত্রাসী উৎপল বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সেই সাথে জমির প্রকৃত মালিককে দখল বুঝে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে।এ ব্যপারে উৎপল বিশ্বাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।