মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ এক সপ্তাহ ধরে নড়াইলের লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে চারটি হনুমান। পরিবেশ বিপর্যয় ও খাদ্য সংকটের কারণে হনুমানগুলো লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা করছেন অনেকে। গত সোমবার থেকে নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের গোবরা এলাকা ও নড়ইল পৌরসভার বিভিন্ন গ্রামে ঘুরছে হনুমান গুলি । কখনো গাছের ডালে আবার কখনো বসতঘরের চালে দেখা মিলছে প্রাণীগুলোর।
সরোজমিনে গিয়ে দেখা যায়, হনুমানগুলোকে এক নজর দেখতে উৎসুক জনতার ভিড়। আদর করে নানা জাতের দেশীয় ফল খেতে দিচ্ছেন অনেকে।
কেউ দৃষ্টি আকর্ষণের জন্য ভেংচিসহ নানাভাবে অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করছেন। আবার কেউবা কারণে-অকারণে প্রাণীগুলোকে লক্ষ্য করে ঢিল ছুড়ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম বলেন, ‘আমি এই এলাকায় নতুন এসেছি। হনুমান আসার বিষয়টি এখনও জানি না। এ বিষয়ে আমি বন বিভাগের সঙ্গে কথা বলে খোঁজ নেবো।
নড়াইল জেলা সহকারী বন কর্মকর্তা অমিতা মন্ডল বলেন, হনুমান বিভিন্ন সময় খাবারের সন্ধানে লোকালয়ে আসে। কিছুদিন পর আবার চলে যায়। অনেক সময় যশোর থেকে কলার ট্রাকেও হনুমান আসে। এটি বন্য প্রাণী সংরক্ষণের আওতায় হওয়ায় এটি তারা সংরক্ষণ করেন। তিনি বন্য প্রাণীদের বিরক্ত না করার আহ্বান জানান।