মির্জা মাহামুদ হোসেন রন্টুঃ নড়াইলে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক-অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা-অনুর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
আজ রোববার বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে নড়াইল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টে নড়াইল পৌরসভা দল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব খেলায় লোহাগড়া উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টে নড়াইল পৌরসভা দল টাইব্রেকারে ৫-৪ গোলে নড়াইল সদর উপজেলা দলকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়েছে।
এছাড়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্টে লোহাগড়া উপজেলা দল ২-০ গোলে নড়াইল সদর উপজেলা দলকে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন দুই দল এরপর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নড়াইল জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান।
নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. ফকরুল হাসানের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন, লোহাগড়া উপজেলা সমবায় অফিসার মো. তারিকুল ইসলাম, পৌর কাউন্সিলর রেজাউল বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা কৃষ্ণপদ দা, সৈয়দ তরিকুল ইসলাম, আব্দুর রশিদ মন্নু উপস্থিতি ছিলেন