মির্জা মাহামুদ হোসেন রন্টুঃ নড়াইলে পুলিশ সুপারের উদ্যোগে জলাবদ্ধ রাস্তা সংস্কার করা হয়েছে। বৃহস্পতিবার ( ১০ মে) এই সংস্কার কাজ পুলিশ সুপার নিজে দাঁড়িয়ে থেকে করেন। পুলিশ সুপারের এহেন উদ্যোগ জনমনে ব্যাপক প্রশংসনীয় হয়েছে। সরেজমিনে দেখা যায়, নড়াইল পুরাতন বাস টার্মিনাল থেকে পুলিশ সুপারের কার্যালয়ের অভিমুখে চলাচলের রাস্তাটি খুবই বিপদজনক । সামান্য বৃষ্টি হলেই পানিতে ভরে যায়। বাস, মিনি বাস, ট্রাক, মোটরসাইকেল সহ সকল ধরনের যানবাহন যুকির মধ্য দিয়ে চলাচল করেন। বিষয়টি পুলিশ সুপারের একান্ত প্রচেষ্টায় এবং মুক্তর সহযোগিতায় এই সংস্কার কাজ করা হয়। এ বিষয়ে পুলিশ সুপার প্রবীর কুমার রায় ( পিপিএম বার) জানান, রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই পানিতে ভরে যায়।রাস্তা দিয়ে কোন যানবাহন যেতে পারে না। পথচারীদের ও চরম ভোগান্তি হয়। ইটভাটার মালিক ও মুক্তর সহযোগিতায় আমার এই রাস্তাটি সংস্কার করছি। যাতে করে সকলের চলাচলে সুবিধা হয়।