মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের পরিবার পরিকল্পনা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ৬ শতাধিক পরিবার। দীর্ঘ ৯ মাস যাবত সেবা বঞ্চিত হচ্ছে গর্ভবতী মায়েরা। যানা গেছে পরিবার কল্যান সহকারী স্বপ্না বিশ্বাসের খামখেয়ালীপনা, দূর্নীতি, অনিয়ম ও সেচ্ছাচারিতার কারনে দীর্ঘ দিন ধরে প্রধানমন্ত্রীর এই মহতি উদ্যোগ ভেস্তে গেছে।
তার দায়িত্বে অবহেলার কারনে, জন্ম বিরতিকরন ইনজেকশন,গর্ভধারণ ও পুষ্টি বিষয়ে কাউন্সিল, পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ, বাল্য বিবাহ সচেতন বিষয়ক কর্মশালা,স্থায়ী জন্ম বিরতি করন সেবা সহ সব ধরনের পরিবার পরিকল্পনা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী । বিষয়টি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার মল্লিক কে একাধিক বার জানালে ও কোন রমক ব্যবস্থা নেওয়া হয়নি। যানা গেছে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের ২/ খ ইউনিটের পরিবার কল্যান সহকারী সপ্না রানী সিকদার এবং একই ইউনিয়নের ২ /ক ইউনিটের পরিবার কল্যান সহকারী স্বপ্না বিশ্বাস দায়িত্ব পালনের কথা রয়েছে । কিন্তু স্বপ্না বিশ্বাস তার নিজের ইউনিটিতে কাজ না করে স্বপ্না রানী সিকদারের দায়িত্বরত ইউনিটিতে জোরপূর্বক কাজ করছেন। দীর্ঘ দিন যাবত দুই জনই একই এলাকায় কাজ করছে। যার কারনে পরিবার পরিকল্পনা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের ২/ক ইউনিটের পরিবারগুলো। ২ / ক ইউনিটি এলাকা নদীর কুল বর্তী হওয়ার কারন এবং কাঁদা রাস্তা হওয়ায় ওই এলাকায় সাস্থ্য সেবা দিতে রাজি না স্বপ্না বিশ্বাস । সুচতুর এই সপ্না বিশ্বাস পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিঠিকে বৃদ্ধা আঙ্কুলি দেখিয়ে ২ /ক ইউনিটি যেখানে স্বপ্না সিকদার দায়িত্ব পালন করছে সেই ইউনিটিতে দায়িত্ব পালন করছে। অভিযোগ রয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার মল্লিক কে নগত নারয়নে তুষ্ট করে এহেন দায়িত্ব পালন করছে স্বপ্না বিশ্বাস। এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যলয়, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে তাদের নিজ নিজ বিভাজন কৃত এলাকায় সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য চিঠি দিলে ও কোন রকম ভাবে মানা হচ্ছে না সরকারী চিঠি।
সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে জোর পূর্বক অন্য ইউনিটিতে কাজ করার বিষয়ে জানতে চাইলে স্বপ্বা বিশ্বাস বলেন, আমি ও সব সরকারি চিঠি মানি না। আমি ৯ বছর ধরে ২/ খ ইউনিটে কাজ করছি। তার দায়িত্বরত এলাকায় মানুষ সেবা বঞ্চিত হওয়ার বিষয় বলেন, কারা সেবা পেল কি না পেল এটা আমার দেখার বিষয় না।
শেখহাটি ইউনিয়ন এফ,পি আই বিশ্বজিৎ দাস বলেন, স্বপ্না বিশ্বাস দীর্ঘ দিন ধরে দায়িত্বে অবহেলা করছে। আমার কথা শোনে না। সরকারি চিঠি ও মানে না। রাজনৈতিক নেতা দিয়ে ভয় দেখায়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার মল্লিক বলেন, স্বপ্না বিশ্বাসের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে। তিনি স্বপ্না সিকদারের এরিয়ায় নিয়মবহিভূত ভাবে কাজ করছে। তার নিজ ইউনিটিতে কাজ করার জন্য চিঠি দেওয়া হলে ও তিনি কাজ করে না। করোনা মহামারি চলে গেলে এ বিষয়টা সমাধান করা হবে।
জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( এডি) তুহিন কান্তি ঘোস মুঠোফোনে বলেন, আমি নতুন এসেছি। এ বিষয়ে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।