মির্জা মাহমুদ রন্টু নড়াইল :
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও তাঁর ছেলে সাহেল মর্তুজার জন্মদিনে নড়াইলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে নড়াইল সদরের নাকশী আশ্রয়ণ প্রকল্পের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা হাফিজ খান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস. এম. পলাশ, দপ্তর সম্পাদক ফিরোজ শেখ, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, যুবলীগ নেতা মাসুদুল হাসান সাবু, খোকন সাহা, মহিদুর রহমান, জাহিদুল ইসলাম লিটনসহ অনেকে।
এদিকে, সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে মাশরাফি ও তাঁর ছেলের জন্মদিন পালিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, মাশরাফি বিন মর্তুজা ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের আলাদাতপুরের নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। এছাড়া ২০১৫ সালের ৫ অক্টোবর মাশরাফি-সুমি দম্পতির ঘরে জন্ম গ্রহণ করে সাহেল মর্তুজা। আজ বাবা মাশরাফি ও তাঁর ছেলে সাহেলের জন্মদিন।