প্রতিবাদ সভায় ২৪ ঘন্টার আল্টিমেটাম
ফাতেমা খানম মৌ নড়াইল জেলাপ্রতিনিধিঃ
নড়াইল মুক্ত দিবসের অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির এনামুল ও সহকারী নাজির বাবর আলীসহ তার অনুসারী কয়েকজন কর্মচারীর হাতে দুইজন বীরমুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদের নড়াইলে সড়ক অবরোধ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নড়াইলের মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
শহরের রূপগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নড়াইল-যশোর সড়কে বিজয়ের মাসে ১৬ মিনিটের অবরোধ কর্মসূচি পালিত হয়। অবরোধকালে আগামী ২৪ ঘন্টার মধ্যে ডিসি অফিসের নাজির এনামুল ও সহকারী নাজির বাবর আলীসহ দোষী কর্মচারীদের চাকুরী থেকে বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূীচ ঘোষণার হুমকী দেয়া হয়।
এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সমন্বয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বীরমুক্তিযোদ্ধা মোঃ সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, এ্যাডভোকেট এস এ মতিন, সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, নড়াইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মির্জা মাহামুদ হোসেন রন্টু, সাংবাদিক সাথী তালুকদার, সাংবাদিক আবদুস সাত্তার, বীরমুক্তিযোদ্ধার সন্তান খশরুল আলম পলাশ, পল্লব, আশিকুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা গত ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস অনুষ্ঠান শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডিসি অফিসের কর্মচারী কর্তৃক জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট এস এ মতিন ও বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুকে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানান। এসময় ভিডিওধারণকালে এসএ টিভির নড়াইল প্রতিনিধি আবদুস সাত্তারের নিকট থেকে জোরপূর্বক মোবাইল ছিনিয়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেয়ার ঘটনায়ও নিন্দা জানানো হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আল্টিমেটাম দেয়া হয়। অন্যথায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি বয়কট করা সহ বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের নিয়ে বৃহত্তর আন্দোণের হুমকী দেয়া হয়।
Leave a Reply