ফাতেমা খানম মৌ নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে পাঁচ জন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে।
নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি এ পতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের মত লোহাগড়ায় ” জয়িতা অন্বেষণে বাংলাদেশ ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করে মহিলা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং লোহাগড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা শিরিনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন, বিশেষ আতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, পাচারের শিকার মানব উদ্ধার ও শিশুসুরক্ষা সংস্থার চেয়ারম্যান বিষিষ্ট সংগঠক সৈয়দ খায়রুল আলম, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খানম, লক্ষীপাশা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো হাসানুজ্জামান এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে সংবর্ধনা প্রাপ্ত নারী কবি কামনা ইসলাম, প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে যে পাঁচ জন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে তারা হলেন চরমঙ্গল হাটা গ্রামের আব্দুল মান্নান মোল্লার স্ত্রী এবং বিশিষ্ট চিকিৎসক আজিজুর রহমান মোয়াজ এর মা পাঁচুড়িয়া গ্রামের মেয়ে সফল জননী নারী আলেয়া বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী গোপিনাথ পুর গ্রামের অঞ্জনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যম জীবন শুরু করা মঙ্গলহাটা গ্রামের নারী মিরা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নলদী গ্রামের নিখিল চন্দ্র সাহার মেয়ে ড. নিপা রানী সাহা এবং সমাজ উন্নয়নে কবি কামনা ইসলাম কে এই সংবর্ধনা দেওয়া হয়েছে।