জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি্
নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে জেলা শিক্ষা কর্মকর্তা মো. হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এসময় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়াসহ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ এর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী মোট ৮২ জনের মাঝে পুরস্কার সম্মাননা ক্রেস্ট সহ সনদ দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
অনুষ্ঠানে লোহাগড়া উপজেলার কাশিপুর এ সি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হেনা পারভীন শ্রেষ্ট শ্রেণি শিক্ষক হিসেবে পুরস্কার গ্রহন করেন।