মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইলে মুজিবর রহমান শেখ (৫০) নামে এক ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরের ধোপাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা একলক্ষ টাকা ছিনিয়ে নেয় বলে ওই ব্যবসায়ী জানান। সে মৃত সামাদ শেখের ছেলে।
পুলিশ জানায়, ভাঙ্গাড়ি ব্যবসায়ী মুজিবার রহমানের কাছে মঙ্গলবার বিকেল ৫টার দিকে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত ধোপাখোলায় তার বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে হাটুতে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।