মির্জা মাহামুদ হোসেন রন্টু : নড়াইলের লোহাগড়ায় দুটি গাঁজার গাছসহ মিলন বিশ্বাস (৪৫) নামের এক চাষীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে লোহাগড়া উপজেলার নারান্দিয়া গ্রাম থেকে তাকে আটক করে। মিলন ওই গ্রামের মৃত ভরত বিশ্বাসের।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মিলনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসত ভিটায় চাষকৃত দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, মিলন বিশ্বসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।