মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইলে করোনা ভাইরাসে অক্রান্ত রোগী দিনদিন বেড়েই চলেছে , লকডাউন চললেও তার কোন প্রভাব পড়ছে না।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে করোনা উপর্সগ নিয়ে বৃহস্পতিবার শহরের ভাদুলীডাঙ্গা এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম শ্বশান বিশ্বাস (৫৫) জানাগেছে বেশকিছুদিন যাবৎ ঠান্ডা কাশি-জ্বর নিয়ে অসুস্হ ছিলেন। করোনা অক্রান্ত হয়ে মিজানুর রহমান (৫০) নামে একজন মারা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান । সে সদর উপজেলার মির্জাপুর গ্রামের হারুন আর রশিদের ছেলে। জানাগেছে করোনা অক্রান্ত মিজানুর রহমান গত ৭ জুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্হায় গতরাতে মারা যান। আজ শুক্রবার নিহতের দাফন সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার বার (১৮ জুন) সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার স্বাক্ষরিত এক রির্পোটে জানা গেছে নড়াইল জেলায় মোট ১২০ টি নমুনা সংগ্রহ করা হয় । যার মধ্যে ৪৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।এর মধ্যে সদরে ২০ লোহাগড়ায় ২০ কালিয়ায় ৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২০ জন এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে।
এ দিকে নড়াইলে চিনের সিনোফার্ম এর ২হাজার ৪ শত ডোজ করোনা ভ্যাকসিন (টিকা) পৌঁছেছে। সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রিত ষ্টোর রুমে টিকাগুলো সংরক্ষণ করা হয়েছে।