মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইলে গন টিকাদান কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। করোনা প্রতিরোধে দেশের সব মানুষকে টিকার আওতায় আনার সরকারি উদ্যোগ। এরই অংশ হিসেবে শনিবার (৭আগষ্ট) সকালে নড়াইল পৌরসভার উজিরপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ কার্যক্রমের উদ্ভোধন করা হয়। এর মধ্যদিয়ে জেলা ব্যাপি ইউনিয়ন পর্যায়ে একযোগে টিকা দেয়া শুরু হলো।
জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন নাসিমা আকতার, পৌর মেয়র আঞ্জুমান আরাসহ আন্যান্যরা উপস্থিতি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। টিকা দানকে ঘিরে সকাল থেকে উজিরপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে আগ্রহি মানুষের লক্ষনীয় ভীড় ছিল। কেন্দ্রটিতে এ দিন সিনোফার্ম’র ২০০ ডোজ টিকা দেয়া হলেও টিকে নিতে নাম লেখানোর জন্য নারীপুরুষ নির্বিশেষে কয়েকশো মানুষকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।