মির্জা মাহামুদ হোসেন রন্টুঃ
নড়াইলে ফ্যামিলী কেয়ার হাসপাতালের বিরুদ্ধে রক্তদাতাদের (স্বেচ্ছাসেবকের) দানকৃত রক্ত বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের নড়াইল-রুপগঞ্জ সড়কের ফ্যামিলী কেয়ার হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন,উদ্দীপ্ত তরুন,নড়াইল গ্রুপ,নড়াইল জেলা ব্লাড ব্যাংক,রক্তের ফেরিওয়ালাসহ বিভিন্ন সংগঠনেরস্বেচ্ছাসেবীরা অংশগ্রহন করে।
মানববন্ধনে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের হায়দার আপন,উদ্দীপ্ত তরুনের সভাপতি মোঃ নাসিম সিকদার ও স্বেচ্ছাসেবী জুবায়ের মোল্যা,ইমামুল ইসলাম রিয়ান,মানবিক নড়াইল গ্রুপ স্বেচ্ছাসেবীর সাব্বির হোসেন,স্বেচ্ছাসেবী নড়াইল জেলা ব্লাড ব্যাংক সভাপতি মাহমুদুল হাসান,রক্তের ফেরিওয়ালা মানিক সরকার বক্তব্য দেন।
বক্তব্যে স্বেচ্ছাসেবকরা বলেন, ফ্যামিলী কেয়ার হাসপাতাল আমাদের দানকৃত রক্তের বিনিময়ে রোগীর কাছ থেকে ৬ হাজার টাকা নিয়েছে।কোন মূমুর্ষ রোগীর রক্তের প্রয়োজনে আমরা স্বশরীরে উপস্থিত হয়ে রক্ত দান করি মানবিক কারনে।আমাদের দানকৃত রক্তের বিনিময়ে বিভিন্ন হাসপাতাল ক্লিনিকের মালিকের গরীব রোগীদের কাছ থেকে টাকা নেয়। এর চেয়ে নিকৃষ্ট ও ঘৃণিত কাজ হয় না।এই জঘন্য কর্মকান্ডের প্রতিবাদে আমাদের এই মানববন্ধন।উল্লেখ্য,নড়াইলে রক্তযোদ্ধারা স্বেচ্ছায় নড়াইলসহ সারা দেশে বিনামূল্যে রক্ত দান করে থাকি।
ফ্যামিলী কেয়ার হাসপাতালে ভর্তি লোহাগড়া উপজেলার রায়গ্রামের ভুক্তভোগী রোগী আন্নার মা শাহেদা বেগমের সাথে কথা হয়। শাহেদা বেগম অভিযোগ করেন, আমার মেয়েকে ভর্তি করার পর হাসপাতালের ম্যানেজার পল্লব দাস জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন না রোগীকে বাচানো যাবে না। ৬ হাজার টাকা দিলে রক্তের ব্যবস্থা করে দেব বলে জানায়।আমার মেয়ের জীবন বাচানো দরকার তাই আমি রক্তে জন্য ৬ হাজার টাকা দিয়েছি।
ফ্যামিলী কেয়ার হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মুকুল হোসেন ম্যানেজার পল্লব দাসকে পাওয়া যায়নি।
নড়াইল ডায়াগষ্টিক ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি বিদুৎ স্যানাল জানান,রক্তদাতাদের (স্বেচ্ছাসেবকের) দানকৃত রক্ত বিক্রির কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে সাংগাঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।