জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলে কেক কেটে আনন্দ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টার দিকে আনন্দ টিভির নড়াইল জেলা প্রতিনিধি ইমরান হাসানের আয়োজনে ঐতিহ্যবাহী নড়াইলের লোহাগড়া রামনারায়ণ পাবলিক লাইব্রেরিতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আনন্দ টিভির প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন আনন্দ টিভির নড়াইল জেলা প্রতিনিধি ইমরান হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, যুবলীগ নেতা ছদরউদ্দিন শামীম, এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ জহির ঠাকুর, শিক্ষক আব্দুল হান্নান প্রমুখ।
এসময় গোলাম কিবরিয়া, নিসরাপ চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, সাংবাদিক এস এম জহুরুল হক মিলু (আজকের পত্রিকা), কাজী আশরাফ (এশিয়ান টিভি), মোঃ হাবিবুর রহমান (ঢাকা মেইল), মোঃ জান্নাতুল বিশ্বাস (বাংলাদেশ বুলেটিন), মোঃ ওবাইদুর রহমান (চ্যানেল এস), কাজী খসরুজ্জামান ( ফালগুনী টিভি), মোঃ পিকুল আলম (সকালের সময়), সাব্বির জমাদ্দার (সত্যের কন্ঠ), মাসুদ পারভেজ (দৈনিক কল্যাণ), আফজাল হোসেন (,সকালের সময়), নয়ন, ছদরুল, জনি, উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী বলেন, আনন্দ টিভি বিনোদনের পাশাপাশি সমাজের বিভিন্ন ধরনের খবর আমরা আনন্দ টিভির মাধ্যমে দেখতে পাই সমাজে খুঁটিনাটি কোন কিছু বাদ পড়ে না আমি আনন্দ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।