1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা জাহিদপুর উইমেন্স কলেজের একাডেমিক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন বিশ্বনাথের বীর মুক্তিযোদ্ধা সানোয়ার আলী বিডিআর সমাহিত হলেন রাষ্ট্রীয় মর্যাদায় অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্টের ৫শত পরিবার কে খাদ্য সামগ্রী বিতরণ  কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গাবুরার খোলপেটুয়া নদের বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী উচ্ছেদ অভিযান বিরত রাখতে ভোলাগঞ্জ পাথর ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান বিশ্বনাথে বন্যার্তদের মাঝে আর-রাহমান ট্রাস্টের ত্রান বিতরণ করেন শফিক চৌধুরী বিশ্বনাথে বন্যার্তদের মাঝে প্রবাসী ফয়ছল মিয়ার উদ্যোগে শুকনো খাবার বিতরণ উত্তর বিশ্বনাথ ঈদগাহ নিয়ে বানোয়াট নিউজের প্রতিবাদ, সকাল ৮ টায় নামাজ পড়ার প্রস্তুতি সম্পন্ন
শিরোনাম
লোহাগড়ায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা জাহিদপুর উইমেন্স কলেজের একাডেমিক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন বিশ্বনাথের বীর মুক্তিযোদ্ধা সানোয়ার আলী বিডিআর সমাহিত হলেন রাষ্ট্রীয় মর্যাদায় অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্টের ৫শত পরিবার কে খাদ্য সামগ্রী বিতরণ  কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গাবুরার খোলপেটুয়া নদের বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী উচ্ছেদ অভিযান বিরত রাখতে ভোলাগঞ্জ পাথর ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান বিশ্বনাথে বন্যার্তদের মাঝে আর-রাহমান ট্রাস্টের ত্রান বিতরণ করেন শফিক চৌধুরী বিশ্বনাথে বন্যার্তদের মাঝে প্রবাসী ফয়ছল মিয়ার উদ্যোগে শুকনো খাবার বিতরণ উত্তর বিশ্বনাথ ঈদগাহ নিয়ে বানোয়াট নিউজের প্রতিবাদ, সকাল ৮ টায় নামাজ পড়ার প্রস্তুতি সম্পন্ন আব্দুর রশীদ লাল মিয়া’র ঈদুল আজহা’র শুভেচ্ছা জ্ঞাপন ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন সেলিম আহমেদ  উলিপুরে ভিজিএফ’র চাল আত্মাসাতের প্রতিবাদে মানব বন্ধন ফুলবাড়ীতে স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালিত বিশ্বনাথের পশ্চিম অলংকারীতে যুক্তরাজ্য প্রবাসীর দেড় লক্ষ টাকা সহায়তা প্রদান 

নড়াইলে কৃষি অফিসারের বিরুদ্ধে দূর্নীতি অনিয়মের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১৪৭ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইল সদর উপজেলার উপ- সহকারী কৃষি অফিসারের বিরুদ্ধে সীমাহীন দূর্নীতি, অনিয়িম, সেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। যানা গেছে , প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন মাঠ কর্মী নিজেরা সরকারি প্রণোদনা কর্মসূচির সার, বীজ প্রদানের তালিকা তৈরী করছেন। আর এই তালিকায় ভূলে ভরা, নাম এক জনের ছবি আর এক জনের ব্যবহার করে লক্ষ লক্ষ টাকার সার, বীজ সিন্ডিকেটের মাধ্যমে কালো বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। নীতিমালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দের সাথে নিয়ে তালিকা প্রনয়নের কথা থাকলে ও এই নির্দেশনা মানা হয়নি বলে অভিযোগ করেছেন একাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

জানা গেছে সদরের হবখালী ইউনিয়নের দায়িত্ব রত ইউনিয়ন কৃষি অফিসার পরিতোষ মালাকার তিনি চেয়ারম্যানের দেওয়া নাম বাদ দিয়ে নিজের ইচ্ছে মত তালিকা প্রনয়ন করেছেন । আর সেই তালিকায় যে সার ও বীজ দেওয়া হয়েছে। সেগুলি উপকার ভোগীরা পায়নি। এই সারের তালিকায় যাদের নাম দেওয়া হয়েছে সেখানে অন্য লোকের ছবি ব্যবহার করা হয়েছে । এতে করে দূর্নীতির বিষয়টি সুস্পষ্ট হয়ে গেছে।

জানা গেছে ২০২০- ২০২১ অর্থ বছরের খরিপ – / ২০২১ – ২২ মৌসুমে রোপা আমন প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন( হাইব্রিড) ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ ও ২০২০- ২০২১ অর্থ বছরের খরিপ -২/২০২১- ২২ রোপা আমন প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন (উফশী) ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

জেলায় সর্বমোট ৩৫০০জন কৃষকে ( উফসি)ও হাইব্রীড ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ।

যার ভিতর সদরে উফসি ৫০০ হাইব্রিড ১২০০সর্বমোট ১৭০০। লোহাগড়া উপজেলা উফসি ৩০০ ও হাইব্রিড ৫০০ সর্বমোট ৮০০ ও কালিয়া উপজেলা উফসি ২০০ হাইব্রিড ৮০০ সর্ব মোট ১০০০ সব মিলিয়ে জেলায় ৩৫০০ কৃষকের মাঝে এই প্রণোদনা দেওয়া হয়েছে।

আর এই প্যাকেজে রয়েছে উফসী ধানের বীজ ৫ কেজি, ডি এ পি সার ১০ কেজি ও এম ও পি সার ১০ কেজি। যার বর্তমান বাজার মূল্য ৫ কেজি বীজের দাম ২৭৫ টাকা, ১০ কেজি ডি এ পি ১৬০ টাকা ও ১০ কেজি এম ও পি ১৫০ টাকা মোট ৫৮৫ টাকা। অপর দিকে হাইব্রিড বীজ ২ কেজি, ডিএপি ২০ কেজি এমওপি ১০ কেজি যার বাজার মূল্য বীজ ৬৩০ টাকা ২০ কেজি ডিএপি ৩২০ টাকা এমওপি ১০ কেজি ১৫০ টাকা মোট ১১০০ টাকা। অর্থাৎ এক জন কৃষক যদি উফসী বীজ ও সার পায় তাহলে সেই কৃষক পাবে ৫৮৫ টাকার বীজ ও সার। আর যদি হাইব্রিড পায় তাহলে পাবে ১১০০ টাকার বীজ ও সার। কিন্তু পরিতাপের বিষয়
এই সার বিতরণ করার নামে সরকারের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কৃষকদের এই সার সরাসরি চলে গেছে কালো বাজারে। কৃষকের নাম থাকলে ও মিল হয়নি ছবিতে। আরো মজার বিষয় যে সাক্ষর গুলো দিয়ে সার উৎত্তলন করা হয়েছে সেই সাক্ষরগুলো কৃষকের না।

সরকারের এই মহতি উদ্যোগ ভেস্তে গেছে বলে দাবি করেন হবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুর ইসলাম চঞ্চল। তিনি বলেন, তালিকায় ৩৮ নাম্বারে রয়েছে মন্নু শেখ। সেখানে ছবি ব্যবহার করা হয়েছে আবদুল্লাহ কাদেরের। এছাড়া ও তালিকায় অনেকের ছবির সাথে নামের মিল নেই।

উপ-সহকারী কৃষি অফিসার পরিতোষ মালাকার এ বিষয়ে জানান, দুই একটা ছবি এদিক ওদিক হতে পারে। আর হবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এক জন দূর্ণীতিবাজ তাই ওকে বাদ দিয়ে আমি তালিকা প্রনয়ন করেছি।

এ বিষয়ে সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, হবখালী থেকে কিছু অভিযোগ পাওয়া গেছে। এই সার বাজারে বিক্রি হচ্ছে কি না আমি জানি না।

সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম জানান, এ বিষয়ে আমি জানি না। আজ নতুন শুনলাম । নড়াইল উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, দীপক কুমার রায় বলেন, এ বিষয়ে কোন অভিযোগ আমার কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews