মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইল জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। জেলায় এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৭ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নড়াইল জেলায় ৭ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পার ইছাখালী গ্রামের আবুবক্কার সিদ্দিক (৭৫), নলদী ইউনিয়নের মিঠাপুর গ্রামের সফুরা বেগম (৪৫), লোহাগড়ার কুমারকান্দা রোকেয়া বেগম (৮০), নড়াইল পৌরসভার কুড়িগ্রামের রবিউল ইসলাম (৫০) ও মাগুরা জেলার শালিখার নিমাই চন্দ্র সিকদার (৭০)লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন লক্ষ্মীপাশার গোলাম মোস্তফার স্ত্রী আনোয়ারা বেগম (৬৮)
এছাড়া বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় নড়াইল সদর উপজেলার মাইজপাড়ায় নূরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নড়াইলের সিভিল সার্জন নাছিমা আক্তার বলেন,‘ নড়াইল জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৫১ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮৯ জন। আমাদেরকে সরকার ঘোষিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।