মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইলে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪২ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, লোহাগড়া উপজেলার বাতাশি গ্রামের হামিদা বেগম, লক্ষ্মীপাশার রীনা বেগম ও নড়াইল সদর উপজেলার বড়গাতী গ্রামের খাদিজা বেগম।
এছাড়া গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে রয়েছে নড়াইল সদর উপজেলায় ৩৫ জন ও লোহাগড়া উপজেলায় সাতজন। ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের পজিটিভ রির্পোট পাওয়া গেছে। আক্রান্তের হার ৪৮ দশমিক ২৭ শতাংশ।
এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নড়াইল জেলায় সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন চলছে। ২০ জুন রাত ১২টা থেকে শুরু হওয়া লকডাউন চলবে আগামী ২৭ জুন রাত ১২টা পর্যন্ত। লকডাউন সফল করতে জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশি চেকপোষ্ট বসানো হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেয়া হচ্ছে না।
Leave a Reply