মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল :
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করায় নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার একাধিক ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম রোজিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 23 ডিসেম্বর সকালে অভিযান শুরু হয়ে বিকাল পর্যন্ত এ সকল ইট-ভাটায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চিত্রা ব্রিক্স, সুরমা ব্রিক্স, মধুমতি ব্রিক্স, খাঁন ব্রিক্স, স্বস্তি ব্রিক্স, আরবিএস, জননি ব্রিকস ও সিকদার ব্রিকস অবৈধভাবে স্থাপনের কারনে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয় এবং এস এস ব্রিকস, তাহসিন ব্রিকস, মুন্সি বিকস’সহ ৬টি ইটভাটাকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে অভিযান শুরু হয়ে বিকেলে শেষ হয়। অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেন। পরে ড্রেজার দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচারক মোহাম্মদ সাইদ আনোয়ার, সহকারী পরিচালক হারুনর রশিদসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবৈধ ইট-ভাটা বন্ধে এধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
উপ-পরিচালক সাইদ আনোয়ার বলেন, ওই সব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এগুলো নিয়মনীতি না মেনে অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিলো। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া এলাকায় অবৈধভাবে অনেক ইটভাটা কার্যক্রম চালাচ্ছে। ঐসব অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।