মির্জা মাহামুদ হোসেন রন্টু : জরুরী স্বাস্থ্য ও চিকিৎসা সেবার জন্য মাশরাফি বিন মর্তুজার এক মাসের বেতনের টাকা দিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের কাছে । অনুষ্ঠানিকভাবে হস্থান্তর করা হয় ১৪ জুলাই বুধবার দুপুরে । জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এবং সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু’র কাছে হস্থান্তর করেন মাশরাফির পিতা গোলাম মর্তূজা স্বপন।
এসময় জেলা উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তি যোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সহ-সভাপতি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, সহ-সভাপতি ও পৌরমেয়র আঞ্জুমান আরা, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, আবু হেনা মোস্তফা কামাল স্বপন, সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর কাজী জহিরুল হক জহির, ইসমত আরা, শেখ সালাউদ্দিন নান্না, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়াসহ দলীয় নেতৃবন্দ ।