জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ভাইস চেয়ারম্যান সাথী তালুকদার (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার বিকেলে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ রোববার সকাল সাড়ে নয়টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমী চত্বর নামাজে জানাজা শেষে নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে সাংবাদিক, ব্যবসায়ী, ঠিকাদার, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, শহরের গন্যমাান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।