নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামের বিপ্লব এখন যেন আঙ্গুল ফুলে কলা গাছ।
গরীব পিতার সন্তান এই বিপ্লব মোল্যা হঠাৎ করে যেন আলাদিনের চেরাগ পেয়েছে। কোন মতে মাধ্যমিকের গন্ডি পার করে রেজিষ্টি অফিসে দলিল লেখকের কাজ করে রাতারাতি লাখোপতি বনে গেছে৷ বি এন পি পন্থি এই বিপ্লব নিজেকে অধিক ক্ষমতা ধর দাবি করে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের নেতৃত্ব দিয়ে থাকেন। তার বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে এলাকবাসি তাকে গ্রাম হতে বিতাড়িত করেন। এখন কোড়গ্রামে হিন্দু এলাকায় এসে বসবাস শুরু করেছে। হিন্দু সংখ্যালঘুদের ভয় দিয়ে নাম মাত্র মুল্যে কোড়গ্রাম মাঠে জমি ক্রয় করেছে। অনেকের জমি জবর দখল করে নেওয়ার ও অভিযোগ রয়েছে। আবার অনেকের টাকাও পরিশোধ করেনি। ভয়ে মুখ খুলতে রাজি হয়নি সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষেরা। বিপ্লব মোল্যার বিরুদ্ধে কথা বললে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। তিনি এলাকায় নিজের প্রভাব টিকিয়ে রাখতে এক লাঠিয়াল বাহিনী গড়ে তুলেছেন। কেউ কিছু বললে এই লাঠিয়াল বাহিনী দিয়ে সায়েস্তা করা হয়। বাহিরগ্রামের নিরীহ শান্তি প্রিয় তানিয়াকে কু প্রস্তুত দিত এই বিপ্লব । তার কুপ্রস্তাবে রাজি না হওয়া তাকে এসিড মেরে পিট জ্বালিয়ে দেয়। এ নিয়ে আদালতে মামলা চলমান। বিপ্লবের এই সব ভয়ংকর কর্মকাণ্ডের জন্য ভয়ে কোড়গ্রামের ভূমি হারা মানুষেরা কোন প্রতিবাদ করে না। অন্যের জমি জবর দখল ও নাম মাত্র মূল্যে কিনে কোড়গ্রাম মাঠে বিরাট ঘের নির্মাণ করেছেন এই বিপ্লব। সন্ধা হলে এই ঘেরে চলে মাদক সেবন ও সুন্দরী রমনীদের আনাগোনা। মুলিয়া বাজারে একটি দোকান নিয়ে বসে থাকেন তিনি। ওই দোকানে বসে বিভিন্ন অপকর্ম কুর্মের নীল নকশা করা হয়। মুলিয়া বাজারে বসে বাহিরগ্রামের লোক নিয়ে বসে জামাত বিএনপির রাজনৈতিক আলোচনা সমালোচনা করা হয়। তার এই সকল কাজে অতিষ্ঠ হয়ে স্থানীয় সচেতন মহল তার এই অবৈধ কার্যকলাপ ও রাতারাতি সম্পদের পাহাড় বনে যাওয়ার সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।