মির্জা মাহামুদ হোসেন রন্টু : নড়াইলের লোহাগড়ায় করোনায় লকডাউনের কারণে কর্মহীন ব্যক্তি, ইজিবাইক চালক, ও অসহায় দুঃস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর, লোহাগড়ার আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরণে করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্দ হাবিববুর রহমান।
১০০ জন ব্যক্তি, ইজিবাইক চালক, ও অসহায় দুঃস্থদের প্রত্যেককে পাঁচ কেজি চাউল, এক কেজি ডাল, এক লিটার তেল ও এক কেজি আলু দেয়া হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসনিলা পারভিনের সভাপতিত্বে লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাখী ব্যানার্জী, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাগনসহ খাদ্য সামগ্রী প্রাপ্ত শ্রমিকরা এ সময় উপস্থিত ছিলেন।