মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইলের কালিয়ায় ঘুমন্ত বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত বৃদ্ধা সালেহা বেগম (৮০) পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামের নূরল খন্দকারের স্ত্রী। গত শুক্রবার (২১ মে) দিবাগত গভীর রাতে তাঁর নিজ বাড়িতে পুড়িয়ে হত্যার ওই ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কালিয়া থানায় মামলা করেন ওই বৃদ্ধার মেয়ে মিনি বেগম। ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করা হয়েছে।
জানা গেছে, তিন বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী ছিলেন সালেহা বেগম। বসতঘরের বারান্দায় পাটকাঠির বেড়া দেওয়া একটি কক্ষে তিনি থাকতেন। সেখানেই পুড়ে তাঁর মৃত্যু হয়। মামলায় গ্রাম্য প্রতিপক্ষের লোকজনকে আসামি করা হয়েছে।
মামলটির তদন্ত কর্মকর্তা মো. আমানউল্লাহ আল বারী জানান, ওই নারীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, এ বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার রহস্য দ্রুতই উদঘাটন হবে।