নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আকছির আহম্মেদ ভূঁইয়ার প্রচারণার মাইক ভাংচুর করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মালিবাগ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া তার কর্মী ও সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, নৌকা প্রতীকের প্রার্থী এস এম পলাশের লোকজন এসব ঘটনা ঘটিয়েছে। এদিকে, আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আকছির আহম্মেদ ভূঁইয়াসহ তার লোকজনের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে দুরে রাখার চেষ্টা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম পলাশসহ তার কর্মী ও সমর্থকেরা।
আকছির আহম্মেদ ভূঁইয়ার ভাই বিল্লাল মেম্বার বলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস এম পলাশসহ তার কর্মী ও সমর্থকেরা প্রতিনিয়ত আমাদের ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে। মাইকে প্রচার করতে বাঁধা দিচ্ছে। প্রায়ই মাইক ভাংচুর করছে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায়ও মাইক ভাংচুর করেছে। আমাদের লোকজনকে মারধর করেছে। এসব ঘটনায় থানায় মামলা করতে গেলে আমাদের মামলা নেয়া হয়নি। উল্টো আনারস প্রতীকের প্রার্থীসহ আমাদের লোকজনের নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নিয়ম-কানুন তোয়াক্কা করে নৌকা প্রতীকের একাধিক নির্বাচনী অফিস করা হয়েছে। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিংসহ প্রচার-প্রচারণার কথা থাকলেও নৌকা প্রতীকের সমর্থকেরা সকাল থেকে রাত অবধি প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে করে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আমরা ভোট কেন্দ্রে যেতে পারব কিনা তা নিয়ে শংকার মধ্যে আছি। আমাদের একটাই দাবি-অবাধ ও সুষ্ঠু নির্বাচনের। এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ নির্বাচন সংশ্লিষ্টদের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।