নিজস্ব প্রতিবেদক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নৌকার সমর্থনে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাহাড়পুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর রবিবার রাতে হাজী তেরা মিয়ার বাড়িতে যুক্তরাজ্যের ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এর ব্যবস্থাপনায় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় সমর্থক সাধারণ ভোটারদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তারা বলেন, আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী নিঃসন্দেহে একজন ভালো মানুষ। দীর্ঘ দশটি বছর তিনি এম,পি না থাকার পরেও প্রতিটি মুহূর্ত বিশ্বনাথ-ওসমানীনগর তথা সিলেটের মানুষের পাশে ছিলেন। একজন ভালো মানুষকে আমাদের নেতা নির্বাচিত করলে আরো ভালো নেতা তৈরি হওয়ার সম্ভবনা থাকে।
আসুন আমরা সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ্যভাবে ভোট দিয়ে আমাদের উন্নয়নের স্বার্থে জননেতা আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’কে জয়যুক্ত করি।
উপস্থিত সভায় দলমত নির্বিশেষে শফিকুর রহমানকে আগামী ৭ তারিখের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ঐক্যমত পোষন করেন।
বিশিষ্ট মুরব্বি আব্দুল গফুরের সভাপতিত্বে লায়েক হাসান অভির পরিচালনায় আনছার আহমদ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুন নুর মেম্বার, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, ইউপি চেয়ারম্যান আরশ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজাজুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহ সিদ্দিকুর রহমান চিশতি, যুবলীগ নেতা: মুহিবুর রহমান সুইট।
স্বাগত বক্তব্য রাখেন সালমান আহমদ। বক্তব্য রাখেন
যুবলীগ নেতা: রন্জিত দাস রন্জু, শ্রমীকলীগ নেতা: আজিজুর রহমান মনর, সাবেক মহিলা মেম্বার : আঙ্গুরা বেগম।
এসময় উপস্থিত ছিলেন শামীম আহমদ, আল মামুন, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।