মো নাহিদ হাসান নওগাঁ:
জাতীয় লিগ্যাল এইড ডে এবারের প্রতিপাদ্য বিষয় “বঙ্গবন্ধু স্বপ্ন পূরন বিনামূল্যে আইনি সেবার দার উন্মোচন ” সামনে রেখে ব্র্যাক- সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর উদ্যোগে জাতীয় লিগ্যাল এইড ডে উদযাপন উপলক্ষ্যে ৭ মে বিকাল৩.০০ ঘটিকায় নওগাঁ জেলার নিয়ামতপুর এরিয়া অফিসে কুইজ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
এরপর কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। উপস্থিত ছিলেন মোঃ সাবির আলী মন্ডল এলাকা ব্যবস্হাপক (দাবি), মোঃ মনিরুল ইসলাম শাখা ব্যবস্থাপক (দাবি), সহ মো. শরিফুল ইসলাম, শাখা ব্যাবস্থাপক বর্গা চাষী, মনিটর মো. সায়েদ ও অফিসের সকল কর্মীবৃন্দ। সহযোগীতা করেন মোসাঃ আফরোজা আইরিন অ্যাসোসিয়েট অফিসার (সেলপ)।