মির্জা মাহামুদ রন্টু, নড়াইল:
নিষেধাজ্ঞা অমান্য করে নড়াইলের কালিয়া উপজেলার চিত্রা ও নবগঙ্গা নদীতে জাল দিয়ে ইলিশ মাছ ধরার অভিযোগে ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় ইলিশ মাছ ও বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন-কালিয়ার বিষ্ণুপুর গ্রামের টুটুল শেখ (৩৮), মোরশেখ (৩২), জনি শেখ (২৫) ও ইরফান শেখ (২২)।
শনিবার (১৭ অক্টোবর) রাতব্যাপী নড়াইলের জামরিলডাঙ্গা এলাকা থেকে বারইপাড়া ব্রিজ পর্যন্ত দীর্ঘ ৭ কিলোমিটার নৌপথে এ অভিযান পরিচালিত হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশির ভাগ মৎস্যশিকারী নদী থেকে সটকে পড়েন।
ডিবি পুলিশের এএসআই আনিসুজ্জামান জানান, মা ও জাটকা ইলিশ মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। # ছবি সংযুক্ত