জহুরুল হক মিলু লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নিরাপদ সড়কের দাবিতে লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার (৪মে) সকাল ১১টায় উপজেলার লক্ষ্মীপাশা স্থানীয় যুব সমাজের আয়োজনে ঢাকা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উপজেলার লক্ষ্মীপাশা যুব সমাজের সমন্বয়ক সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্য মধ্যে বক্তব্য দেন টিপু সুলতান, প্রকৌশলী তাইবুল হাসান, সৈয়দ পিকুল, ইকবাল হোসেন, মিজানুর রহমান সবুজ, মুস্তাহিদুর রহমান আমিন, শিমুল হাসান, শরিফুজ্জামান প্রমুখ।
মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া উপজেলা পরিষদের গেটের সামনে বটতলা এসে শেষ হয়। এসময় গাড়ির চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয় যুবক বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী আনিসুর রহমান সনির সৌজন্যে তীব্র তাপদাহে তৃষ্ণার্থ মানুষের মাঝে শরবত পরিবেশন করা হয়।