নাহিদ হাসান নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতাঃ
নওগাঁ নিয়ামতপুরে আমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিয়ামতপুর উপজেলার আমইল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল চন্দ্র প্রামাণিকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুশিত কুমার সরকার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমইল হাই স্কুলের সহকারী অবসরপ্রাপ্ত শিক্ষক তাছির উদ্দিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আজারুল ইসলাম মুজাহারুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুল কাদেরসহ অন্যান্যরা।