বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজ গ্রামবাসীর সাথে মতবিনিময় করলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জামাল উদ্দিন রেজা।
৬ই এপ্রিল মঙ্গল বার রাতে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হোসেন পুর গ্রামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জয়নাল আবেদীন। সংগঠক গোলাম রব্বানীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম বাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলোকিত ডটকম এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ জামাল উদ্দিন রেজা। তিনি তার বক্তব্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রামের সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন,”আমি আপনাদের সন্তান আমি কারো ভাই,কারো ভাতিজা,কারো চাচা, এই মাটিতে আমার জন্ম তাই আমি আমার গ্রামের সকলের সহযোগীতা আশা করছি”।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুস সালাম, গৌছ আলী,মকদ্দুছ আলী, সাবেক মেম্বার আব্দুল কাদির সমজিদ তালুকদার,আমির আলী, আছকির আলী,ইদ্রিছ আলী,আখবুল আলী, রমিজ আলী,তাজুল ইসলাম, সোনাফর আলী, ইন্তাজ আলী, সাজিদ আলী, সফিক মিয়া,ইসবর আলী,সিদ্দেক আলী, কলমদর আলী, আব্দুল হামিদ, আব্দুর রহিম, মন্তাজ আলী,আব্দুল কবির বাহার,করিম আলী,মোস্তাক আহমদ প্রমুখ।