আল-হুদা মালী,সাতক্ষীরা-শ্যামনগর থেকেঃ
নারীরা এখন আর ঘরে বন্দী থাকে না, তারা সারা বিশ্ব জয় করছে। দেশের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পীকার, শিক্ষামন্ত্রীও নারী। প্লেন, ও মেট্রোরেল চালাচ্ছে নারীরা। দেশের ক্রীড়াঙ্গন নারীদের কল্যাণে বিশ্বে সমার্দিত। তাদের এখন আর ছোট করে দেখার সুযোগ নাই। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদেরকে এগিয়ে আসতে হবে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি (এমপি)।
সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তহমিনা রহিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছা. জ্যোৎস্না আরার সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে ডাকঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি সহ আমন্ত্রীত অতিথিরা।