জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নানা কর্মসুচির মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলায় যথাযোগ্য মার্যাদায় স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সুর্যোদয়ের সাথে সাথে লোহাগড়া জামরুলতলা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসুচি শুরু করা হয়।
দিবসটি পালন উপলক্ষে গতকাল সোমবার সকাল ৮টায় লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামীলীগের ও তার সহযোগি সংগঠন নেতারা। ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, লোহাগড়া পৌর সভা, লোহাগড়া সোনালী ব্যাংক, লোহাগড়া প্রেসক্লাব, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সকাল ১১ টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মঞ্চে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্বে করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদ্স্য মাশরাফী বিন মোত্তর্জা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল জেলা সহসভাপতি সৈয়দ আইয়ুব আলী, মোঃ আসিফুর রহমান, শিকদার আজাদ রহমান, জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল করিম মুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু। লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া পৌর সভার সাবেক মেয়র মো. আশরাফুল আলম, লোহাগড়া ইউপি সাবেক চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম, জয়পুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ তরিকুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাঈম ভুইয়াসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতারা প্রমুখ।
আলোচনা শেষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় এবং গণভোজের আয়োজন করা হয়।
এছাড়া লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়ার সঞ্চালনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রদীপ্ত রায় দীপন, লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খানম. উপজেলা সমবায় কর্মকর্তা মো. তরিকুল ইসলামসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।