আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দলের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন এর নেতৃত্বে,বুধবার ( ১৪ই মার্চ-২০২১) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে নওগাঁ জেলার মান্দা থানাধীন বধ্যপুর দীঘির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে-১১ কেজি গাঁজা, ৫ টি মোবাইল ফোন, ৫ টি সিম কার্ড, ২ টি মেমোরি কার্ড, ৩ টি ক্যারিং ব্যাগসহ মোঃ মশিউর রহমান (৩৭) ও মোছাঃ সুফিয়া খাতুন (৩৭)দ্বয় কে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা জব্দকৃত আলামত গাঁজা, বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় নওগাঁ জেলার মান্দা থানায় “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮” এ মামলা রুজু করা হয়েছে।