কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
১১.০৩.২০২৪ রবিবার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ৬টি মাদক মামলার আসামি মাদক চোরাকারবারি সাইফুল’কে ৭ম বারের মতো গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রবিবার রাতে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা গ্রামের নাখারগঞ্জ টু দিঘীরপাড়গামী রাস্তা থেকে পশ্চিম রামখানা নাখরাজ গ্রামের মাদক চোরাকারবারি ৬টি মাদক মামলার আসামি সাইফুর ইসলাম সাইফুল (৪৫) ‘কে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির সাইফুল এর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় ৬ টি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত মাদক চোরাকারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।