এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১৫ মে রোববার কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৬ জুয়াড়ি কে আটক করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার রাতে সময় নাগেশ্বরী থানা পুলিশের একটি দল এস,আই আঃ রউফ মন্ডল, এস,আই তাওহীদুর রহমান এ,এস,আই মোঃ রেজোয়ানুল হক, এ,এস,আই নাজমুল হক,এ,এস,আই মজিল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন ১ নং রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজারের নাগেশ্বরী থানাধীন নাগেশ্বরী পাকা রাস্তারপাশ্বে অনুঃ ১০০ গজপশ্চিমে জনৈক হান্নানের এর বাড়ীর বাহিরে জুয়াখেলা অবস্হায় ১। মোঃ মকবুল হোসেন(৫২)পিতা মৃত জয়নাল আবেদীন গ্রাম দক্ষিণ রামখানা নাখারগঞ্জ ২। মোঃছকিনুর রহমান (৫০) পিতা মৃত নূর বকস গ্রাম দক্ষিণ রামখানা ৩।মোঃ সুরুজ্জামান মিয়া (৫২)পিতা মোঃ মজিবর রহমান ৪। মোঃ হুমায়ুন কবির(২৬) পিতা মোঃ ইসমাইল হোসেন উভয় গ্রাম পূর্ব নাখারগঞ্জ ,৫।মোঃ নূরুল ইসলাম (৬০) পিতা মৃত মোসলেম উদ্দীন গ্রাম নাখারগঞ্জ বাজার ৬। মোঃ নুরুজ্জামান(৫৫) পিতা সৈয়দ আলী গ্রাম পূব নাখারগ্জ ঝাকুয়াটারী সব উভয়ে নাগেশ্বরী উপজেলার বাসিন্দা জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ অর্থ পাওয়া গেছে। আটককৃত জুয়াড়িদের নামে নিয়মিত জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল হাসান।ঈ
Leave a Reply