কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
০৩.০৭.২০২৪ বুধবার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫০ বোতল ফেন্সিডিল ও ৫০ বোতল ইস্কাফসহ ২জন মাদক চোরাকাবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার দিবাগত রাতে উপজেলার পৌরসভার কাছারি পায়রাডাঙ্গা নামক স্থান গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও ৫০ বোতল ইস্কাফ সহ বয়েজটারী গোপালপুর এলাকার ২ জন মাদক চোরাকারবারি জুলহাস (৪০) ও মতিয়ার রহমান (৩০) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।