কুড়িগ্রাম প্রতিনিধিঃ-
০৬.০৬.২০২৪ বৃহস্পতিবার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা
থানা পুলিশ ৪৫ বোতল বিদেশি মদসহ মাদক চোরাকারবারি মফিজুলকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২.৩০ মিনিটের দিকে কচাকাটা থানা পুলিশের একটি দল কচাকাটা থানার কেদার ইউনিয়নের তেলিপাড়া থেকে একই এলাকার মাদক চোরাকারবারি মফিজুল ইসলাম (৩৫) কে ৪৫ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।