এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল (নুরু মন্ডল) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় নিজবাসা রায়গঞ্জ বাজার থেকে আন্ধারীঝাড় বাজারে মোটর সাইকেল যোগে আসার পথে আন্ধারীঝাড় বালিকা উচ্চ বিদ্যালয়(আয়নাল মন্ডলের চাতাল) এর মোড়ে ট্রলির সাথে মুখামুখি সংঘর্ষে গুরুতর আহত হলে মুমুর্ষ অবস্থায় তাকে কুড়িগ্রাম হাসপাতালে জরুরি বিভাগে ভর্তির পর রাত সাড়ে ১০ টার সময় তিনি মৃত্যু বরণ করেন। ঘাতক ট্রলিটি জনতা আটক করেছে।আহত ট্রলি চালক নাগেশ্বরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। নুরু মন্ডল রায়গঞ্জ ইউনিয়নে দুই বার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন এবং আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার কথা ছিল। আজ বুধবার রায়গঞ্জ হাইস্কুল মাঠে দুপুর ২ টা ৩০ মিনিটের সময় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।