মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে গ্রেফতারি পরোয়ানাসহ দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ বেল্লাল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
শনিবার (১৩মে সন্ধ্যায়) নলছিটি শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার বেল্লাল হোসেন উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর এলাকার আশ্রাফ আলী ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১০সালের চরফ্যাশনের একটি চুরি মামলায় বেল্লাল হোসেনকে ২ বছরের কারাদণ্ডের পাশাপাশি ২ হাহার টাকা অর্থদণ্ড দেন।ওই মামলার পর থেকেই সে পলাতক ছিল।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আতাউর রহমান বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে বেল্লালকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।