মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি নলছিটিতে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ৩ ছিনতাইকারী আটক হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর বুধবার পৌর শহরের বাদুরতলা সড়কে ছিনতাই করতে গেলে জনতা ৩ ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে। জনতা গন ধোলাই শেষে ওই ছিনতাইকারীদের পুলিশের হাতে সোপর্দ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে গৌরনদী উপজেলার জবেদ আলী ফকিরের ছেলে খোকন(৪৫), নারায়ণগঞ্জ’র মামুনের ছেলে জীবন(১৮) এবং ভোলার লালমোহন উপজেলার কামলা গ্রামের কালু মিয়ার ছেলে সালাম(৩৫) কে ছিনতাই করার সময় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।