মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে আ.লীগের হামলায় যুবদলের এক কর্মি গুরুতর আহত হয়েছে।
স্থানিয় বিএনপি নেতারা জানান বৃহস্পতিবার বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নলছিটি উপজেলা সিদ্ধকাঠী ইউনিয়ন বিএনপি আয়োজিত র্যালীতে আওয়ামীলীগের হামলায় যুবদল নেতা মনির হোসেন গুরুতর আহত হন। হামলায় মনিরের হাঁটুর বাটি ভেঙে গুড়ো হয়ে গেছে। এছাড়াও মাথাসহ শরীরের বেশ কয়েকটি স্থানে রক্তাক্ত আহত হয়েছে।
আহত মনির হোসেনকে স্থানীয় নেতাকর্মীরা বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করেন। পায়ের হাঁটুর অবস্থা গুরুতর বিধায় ওখানে অপারেশন করা সম্ভব হচ্ছেনা। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার (২সেপ্টেম্বর) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। মনির হোসেন এর অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার দলের নেতা কর্মিরা। তারা এ হামলার তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানান।
আহত মনির হোসেন উপজেলার ৮নং সিদ্ধকাঠি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মালোয়ার গ্রামের আরব আলী হাওলাদার’র ছেলে ও স্থানীয় যুবদলের কর্মি।