নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেয়াদে ভাইস-চ্যান্সেলর নিযুক্ত হওয়ায় প্রফসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়াকে সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ নরসিংদী সদর উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে আজ সাটিরপাড়া কালীকুমার স্কুল এন্ড কলেজে বিকেলে শেরে বাংলা ক্লাব ও যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে নরসিংদী শহরের ঐতিহ্যবাহী শেরে বাংলা ক্লাব কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়াকে সংবর্ধিত করা হয়। এসময় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাবির সিনেট সদস্য ও বাশিসের সাবেক সভাপতি রঞ্জিত কুমার সাহা, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারন রায়,শিক্ষক নেতা নূর হোসেন ভূইয়া,দেবব্রত সাহা,তপন আচার্যসহ অসংখ্য শিক্ষক নেতৃবৃন্দ। যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আসাদুজ্জামান খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী,নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ নকশিস সভাপতি ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী সুব্রত, নরসিংদী সরকারি কলেজের সাবেক ছাত্র নেতা তন্ময় দাস তনু প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। বাংলাদেশের কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় অগ্রনী ভূমিকা পালন করছে। বাংলাদেশের কৃষি খাতে গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয় ২০২১ সালে প্রথম স্থান অর্জন করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার মাধ্যমে কৃষি খাতের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।