স্বপন রবি দাস,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে।
শনিবার সাড়ে ১২ টায় উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামের সাজিদ উল্লার স্ত্রী গেধনী বেগম (৫২)কে ঘুমন্ত অবস্থায় ঘাতক স্বামী নিজ ঘরে প্রবেশ করে কাঠ দিয়ে মাথার পাশে আঘাত করলে ঘটনাস্থলেই গেধনী বেগম নিস্তেজ হয়ে পড়েন।স্থানীয়া দেখতে পেয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ডালিম আহমদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ঘটনাস্থল থেকে ঘাতক স্বামীকে আটক করে থানায় নিয়ে আসেন।সাজিদ উল্লার পরিবারের দাবী দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ডালিম আহমদ জানান,তাৎক্ষণিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক স্বামী কে থানায় নিয়ে আসি।ঘাতক স্বামীকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।