স্বপন রবি দাশ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ সারাদেশের ন্যায় নবীগঞ্জে লকডাউনের ৭তম দিনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাস্ক পরিধান না করা এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ১৭টি মামলা করে ১৫ হাজার ৮০০ টাকা জরিমানা প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত ।
রবিবার (০১আগষ্ট) সকালে থেকে বিকাল পর্যন্ত নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার উত্তম কুমার দাশ। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর একদল সেনা সদস্য।
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জরুরী পণ্যর দোকানপাট খোলার নির্দেশ দেয়া হয় । কিন্তু অনেকেই সেটি মানছেন না।
লকডাউনের ৮তম দিন রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ও স্বাস্থ্য বিধি অমান্যকারি ব্যক্তিকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন অনুযায়ী মোট ১৫ হাজার ৮০০টাকা জরিমানা করা হয় এবং ১৭টি মামলা দেয়া হয়েছে ।
তথ্যটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা সহকারী ভূমি কমিশনার উত্তম কুমার দাশ অভিযান নিশ্চিত করেছেন।