স্বপন রবি দাশ, নবীগঞ্জ প্রতিনিধিঃ লেখালেখি মানুষ নিজের তাড়নায় করে। কেউ লেখেন সামাজিক দায়বদ্ধতা থেকে, কেউ লেখেন মনের আনন্দে। ঔপন্যাসিক হামিদুর রহমান হিলাল মনের আনন্দে সরল অভিব্যক্তি প্রকাশের কবি। এমন মন্তব্য বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেছেন বক্তারা। পেশায় প্রবাসী কিন্তু মননে কবি হামিদুর রহমান হিলাল’বৈঠাখাল গ্রাম ইতিহাস ঐতিহ্য ও স্মরণিকা বা স্মারক গ্রন্থ’ বইটি পাঠকের হাতে তুলে দিয়েছেন।
বই টির মোড়ক উন্মোচন হয়েছে (২২ জুন) মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার স্থানীয় গোপলার বাজার এলাকার বৈঠাখাল হাফিজ বাড়িতে। বইটি প্রকাশনা করেন জিয়াউর রহমান। অনুষ্ঠানে মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা অলিউর রহমানে পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শাহ হেলাল।
এছাড়া উপস্থিত ছিলেন মোঃ নুরুল হক, মোঃ আব্দুস সালাম, ক্বারী হাসান আলী, মোঃ আব্দুর রউফ প্রমুখ। বক্তারা লেখক সম্পর্কে বলেন, লেখার হাত তার অনেক আগে থেকেই ভালো কিন্তু প্রকাশের কোনো আগ্রহ তার কখনই ছিল না। জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন ইংল্যান্ডে। তার লেখার মধ্যে সারল্যতার প্রাধান্যটাই বেশি। হামিদুর রহমান হিলাল বলেন, আমার বই প্রকাশ করাটা কাকতালীয়। হঠাৎ করেই হয়ে গেছে । আমি আমার অভিজ্ঞতার আলাকে লিখি।