স্বপন রবি দাস,নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখমী হয়েছেন স্বামী,স্ত্রী সন্তান সহ একই পরিবারের ৫জন৷
গুরুতর আহত অবস্থায় উপজেলার দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত প্রমোদ সূত্রধরের পুত্র আউশকান্দি বাজারের ব্যবসায়ী প্রদীপ সুত্রধর (৪৮),তার ছোট ভাই ফনি সূত্রধর (৪৫),তার স্ত্রী দ্বিপালী সূত্রধর(৩৫) আহতের দের কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে৷ অপর আহত শ্রমিকের স্ত্রী ও কিশোর পুত্র আউশকান্দি র,প,উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র, সুদ্বীপ সূত্রধর (১৩)কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে৷
সূত্রে জানাযায়, উপজেলার ওই গ্রামের রানু সূত্রধরের বাড়িতে গত বুধবার সন্ধ্যারাতে টিভি দেখতে যায় প্রদীপ সুত্রধরের পুত্র সুদ্বীপ সূত্রধর। এসময় ভারতীয় টিভি চ্যানেল জি-বাংলা চলাকালীন সময় সুদ্বীপ সূত্রধর চ্যানেলটি পরিবর্তন করে দেশী চ্যানেল চালু করলে রানু সূত্রধরের পুত্র রাজন সূত্রধরের সাথে তার ঝগড়া লেগে যায়৷ এনিয়ে চরম হট্রগোল দেখা দিলে আজ বৃহস্পতিবার সকাল অনুমান ৮টায় স্কুল ছাত্র সুদ্বীপ সুত্রধরকে রাস্তাদিয়ে যাবার সময় রাজন ও তার লোকজন একা পেয়ে মারপিট করে। এসময় তার সুর চিৎকার শোনে তাকে হামলাকারীদের হাত থেকে বাঁচাতে এগিয়ে আসেন তার, পথচারী বাবা, চাচা সহ আরো অনেকেই ৷ এসময় প্রতিপক্ষ দীগেন্দ্র সুত্রধরের পুত্র বিএনপি নেতা মিন্টু সুত্রধরের নেতৃত্বে শাওন,রাজন,জন্টু সহ একদল লোক দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে সন্ত্রাসী হামলা করে উল্লেখিত ব্যক্তিদের রক্তাক্ত জখমী করে মারাত্মক আহত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন৷ আহত প্রদীপ সুত্রধর বলেন,তিনি তার মালিকের কাছ থেকে ২লাখ ৫০ হাজার টাকা আউশকান্দি হীরাগঞ্জ বাজারে একটি ব্যাংকে জমা দেয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় পথের মধ্যেই হামলাকারীরা তার উপর আক্রম চালায়। হামলাকারীরা তাকে ধাওয়া করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে তার কাছ থেকে উল্লেখিত পরিমান টাকা গুলো ছিনিয়ে নিয়ে যায়৷ এব্যাপারে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এঘটনার দোষীদের কঠোর শাস্তি দাবী করেন৷ এনিয়ে বিএনপি নেতা মিন্টু সুত্রধর এ প্রতিনিধিকে মুটোফোনে আলাপকালে জানান,তারা কেহ এই হামলার ঘটনার সাথে জড়িত নয়, আহতরা নিজেরাই নিজেদের আহত করে হাসপাতালে ভর্তি হয়েছেন৷