মোঃ মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব-গঠিত কমিটিতে স্থান পাওয়া সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার। এছাড়াও কমিটিতে স্থান পাওয়া সিরাজগঞ্জের তিন কৃতি সন্তানকে শুভেচ্ছা এবং কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও সলঙ্গা থানা অাওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সাবেক স্বেচ্ছাসেবক লীগ ও সাবেক ছাত্রনেতা সমন্বয়ে সুন্দর কমিটি গঠন করায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু কে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে তিনি প্রতিবেদককে বলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সব সময় মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার দিক নির্দেশনায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমি আশা রাখি নতুন পূর্ণাঙ্গ কমিটি দেশের কল্যানে এবং বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে আরো সুসংগঠিত করবে।
পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া সিরাজগঞ্জের সিরাজগঞ্জের কৃতি সন্তানরা হলেনঃ-
১. বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি নির্বাচিত হয়েছেন প্রয়াত নেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের সুযোগ্য সন্তান, সিরাজগঞ্জ -১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয়।
২. বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের আরেক কৃতি সন্তান কে এম মনোয়ারুর ইসলাম বিপুল।এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উওরের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
৩. এছাড়াও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব-গঠিত জাতীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ইসাবেলা ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার, বাংলাদেশ সুইড এর সাংস্কৃতিক সচিব, গৌরী আরবান এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সহ-সভাপতি ইমেলদা হোসেন দীপা।