মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইল নবাগত পুলিশ সুপার, জনাব প্রবীর কুমার রায় পিপি এম (বার) এর নির্দেশনা অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১২ঃ০৫ ঘটিকায়, নড়াইল পৌরসভা এলাকার ভোওয়াখালী গ্রাম হইতে ২ (দুই) মহিলা মাদক ব্যবসায়ীকে, গ্রেফতার করেন জেলা ডিবি পুলিশ।
দুই জন মহিলা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছেন, এমন সংবাদের ভিত্তিতে, নড়াইল জেলা গোয়েন্দা শাখার, এসআই দেবব্রত ও এএসআই আলী হোসেনের নেতৃত্বে একটি চৌকস পুলিশের টিম এই অভিযানে অংশ নেন।
গোপন সংবাদে পাওয়া নির্ধারিত স্থানে দীর্ঘক্ষণ উৎপেতে থেকে, ৯০০ গ্রাম গাঁজাসহ, “রত্না বেগম(৩৮)” স্বামী নওশাদ খান, গ্রামঃ ফুলদা এবং “সান্তনা গোলদার (৪০)” স্বামীঃ সুশান্ত গাইন, গ্রামঃ ভোওয়াখালী, উভয়ের থানাঃ কালিয়া, জেলাঃ নড়াইলকে গ্রেপ্তার করেন!
নড়াইল জেলার ডিবি পুলিশের মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।